সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে আজ (৩ সেপ্টেম্বর) শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা ও সিরাজগঞ্জ পৌরসভাসহ মোট ১০টি দল অংশ নিচ্ছে।
দুই গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো নকআউট পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সিরাজগঞ্জ পৌরসভা বনাম সদর উপজেলা একাদশ।
টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা চলবে ৩ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ১২ ও ১৩ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১৯ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে দুই সেমিফাইনালের বিজয়ী দল।
আয়োজকরা জানান, দীর্ঘদিন পর জেলা পর্যায়ে এ ধরনের টুর্নামেন্ট স্থানীয় ফুটবলকে নতুন করে প্রাণবন্ত করবে। ফুটবলপ্রেমী ও সাবেক খেলোয়াড়দের আশা, এই আয়োজন থেকে নতুন প্রজন্মের প্রতিভাবান ফুটবলার উঠে আসবে।









