সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠলো – Sirajganj Times

সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠলো

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম। 

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সিরাজগঞ্জ পৌরসভা একাদশ ও সদর উপজেলা একাদশ।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুরনামেন্টের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গাজী আজিজুর রহমান দুলাল, জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম রকিবুল হাসান রতন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন।

এবারের আসরে জেলার ৯টি উপজেলা ও সিরাজগঞ্জ পৌরসভাসহ মোট ১০টি দল অংশ নিচ্ছে। দুই গ্রুপে বিভক্ত হয়ে নকআউট পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে দলগুলো। প্রথম রাউন্ডের খেলা চলবে ৩ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ১২ ও ১৩ সেপ্টেম্বর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১৯ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে দুই সেমিফাইনালের বিজয়ী দল।