সাংবাদিক মান্না রায়হানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন (ভিডিও সহ) – Sirajganj Times

সাংবাদিক মান্না রায়হানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন (ভিডিও সহ)

সাংবাদিক মান্না রায়হানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সিরাজগঞ্জের বিশিষ্ট সাংবাদিক, কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বাদ আসর শহরের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে জানাজা শেষে রহমতগঞ্জ কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ এবং সহকর্মী সাংবাদিকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

মান্না রায়হান রোববার ভোর ৫টার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

মরহুম সাংবাদিক মান্না রায়হান ছিলেন শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে এবং বীর মুক্তিযোদ্ধা ও কবি আব্দুর রউফ পাতার ছোট ভাই। সাংবাদিকতার পাশাপাশি তিনি কবিতা, গল্প ও প্রবন্ধ রচনায় রেখেছেন বিশেষ ভূমিকা। তার মৃত্যুতে সিরাজগঞ্জের সাংবাদিক সমাজ, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সিরাজগঞ্জ টাইমস/সিই/