বলাৎকার কান্ডে অভিযুক্ত বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন – Sirajganj Times

বলাৎকার কান্ডে অভিযুক্ত বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের চৌহালীতে বলাৎকার কান্ডে অভিযুক্ত বিএনপি নেতা জুয়েল রানা ফকিরের মুক্তি ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি দুপুরে উপজেলার চরসলিমাবাদ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের পাশাপাশি মানববন্ধনে অংশ নেন বিএনপি নেতাকর্মীদের একাংশ ও জুয়েল রানার পরিবারের সদস্যরা। এসময় বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে জুয়েলকে পারিবারিক ও রাজনৈতিক ভাবে হেনস্তা করা হচ্ছে। এসময় জুয়েল রানার মুক্তি এবং তার বিরুদ্ধে থাকা মামলা ও দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।

প্রসঙ্গত চলতি মাসের ১১ জানুয়ারি এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠে চৌহালী উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানার বিরুদ্ধে। তার দুইদিন পর জুয়েল রানাকে একমাত্র আসামি করে মামলা করে ওই শিক্ষার্থী বাবা। এরপর গেল রোববার র‍্যাবের অভিযানে গ্রেফতার হয় জুয়েল রানা।

এর আগে ১৪ জানুয়ারি, জুয়েল রানাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।