সিরাজগঞ্জের চৌহালী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। চলতি বছরে পাশের চেয়ে সাত গুণ বেশি শিক্ষার্থী ফেল করেছে কলেজটিতে। এছাড়া এক জনও জিপিএ-৫ অর্জন করতে পারেনি।
কলেজ সূত্রে জানা গেছে, এ বছর মোট ৫০৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৪৮৪ জন। এর মধ্যে মাত্র ৬৮ জন পাস করেছে এবং ৪১৬ জন অকৃতকার্য হয়েছে। ফলে কলেজটির মোট পাসের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ০৬ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায় — মানবিক বিভাগে ৩৯৩ জনের মধ্যে ৫৭ জন, বিজ্ঞান বিভাগে ১০৯ জনের মধ্যে ১১ জন পাস করেছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ জন অংশগ্রহণকারী সবাই ফেল করেছে।
বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশের পর এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযোগ করেন, শিক্ষক সংকট, পাঠদানের অনিয়ম, এবং কলেজের একাডেমিক ভবনগুলো সরকারি অফিস হিসেবে ব্যবহারের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে।
চৌহালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কলেজের সাবেক অধ্যক্ষ সাহাবুদ্দিন বলেন, “একটি সরকারি কলেজে পাসের হার মাত্র ১৪ শতাংশ অত্যন্ত লজ্জার। শিক্ষকদের দায়িত্বহীনতা ও ক্লাস না হওয়ার কারণে এমন অবস্থা।”
এদিকে, নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, “কলেজে নিয়মিত ক্লাস হয় না, বারবার সভা-সমাবেশের কারণে পড়াশোনার পরিবেশ নষ্ট হয়।”
চৌহালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ বেগম বলেন, “সারাদেশেই ফলাফল দুর্বল। শিক্ষার্থীরা আরও মনোযোগী হলে ফলাফল ভালো হতে পারত।”
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, “এটাই প্রতিষ্ঠানের বাস্তব চিত্র। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবাইকে সচেতন হতে হবে, তাহলেই পরিবর্তন সম্ভব।”
সিরাজগঞ্জ টাইমস/সিই











