সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুরে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. আবুল কালাম আজাদের আবাদি জমি সংলগ্ন সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করে বেলকুচি থানা পুলিশ।
পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর এবং তিনি ভাসমান মানুষ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা সকালে রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পুলিশ সুত্র বলছে, মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।











