১৯৭১-এর বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা কমান্ডের সাবেক কমান্ডার সোহরাব আলী সরকার (সিএনসি) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে কামারখন্দ উপজেলার মধ্যভদ্রঘাট কালীবাড়িতে প্রয়াত এমপি মরহুম আব্দুল লতিফ মির্জার নেতৃত্বে গঠিত “পলাশ ডাঙ্গা যুবশিবির” প্রশিক্ষণ ক্যাম্পের কমান্ডার ইন চিফ (সিএনসি) ছিলেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
বাদ আসর কান্দাপাড়া কবরস্থান সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে জানাজা সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী সরকার সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া মধ্যপাড়া গ্রামের মৃত রজব আলী সরকার ও মৃত ছালেহা বেগমের সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের নেতৃত্ব দেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গাজী ফজলুর রহমান খান, গাজী শাহাদত হোসেন ফিরোজী, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস, আব্দুল লতিফ, আব্দুর রহিম, আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান ও তোফাজ্জল হোসেন।
এছাড়া বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা, মরহুমের স্বজন ও এলাকাবাসীর একাংশ জানাজায় অংশ নেন।











