এনায়েতপুরে জামায়াত কর্মী হত্যা: ১২ বছর পর আ’লীগের ৩০ জনের বিরুদ্ধে মামলা – Sirajganj Times

এনায়েতপুরে জামায়াত কর্মী হত্যা: ১২ বছর পর আ’লীগের ৩০ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াতে ইসলামীর কর্মী ওয়ারেছ আলী (৫৫) হত্যার ঘটনায় দীর্ঘ ১২ বছর পর মামলা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে সিরাজগঞ্জ কোর্টের এনায়েতপুর থানা আমলী আদালতে এ মামলা দায়ের করেন।

মামলায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মেদ মোস্তফা খান বাচ্চু, সহ-সভাপতি রাসেদুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি ও নেতা জয়নাল আবেদীনসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া, আরও ৩৫-৩৬ জন অজ্ঞাত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী আবু তালেব আকন্দ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এনায়েতপুর থানা আমলী আদালতের বিচারক ওমর ফারুক মামলাটি আমলে নিয়েছেন।

ঘটনার বিবরণ:
মামলার এজাহারে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী ওয়ারেছ আলী ২০১২ সালের ৯ ডিসেম্বর ভোরে এনায়েতপুর হাটে কাপড় বিক্রির উদ্দেশ্যে ভ্যানযোগে রওনা হন। হাটে ব্যবসা শেষে সকাল ১১টার দিকে হাফেজ আল-আমিনের সঙ্গে বাড়ি ফেরার পথে সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে আসামিরা দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ওয়ারেছ আলী মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা তার কাছে থাকা ৫০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে জয় বাংলা স্লোগান দিয়ে তারা হাফেজ আল-আমিনকে মারধর করে এনায়েতপুর থানার দিকে নিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত ওয়ারেছ আলীকে উদ্ধার করে খাজা ইউনুস আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সাইফুল ইসলাম বলেন, “আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। আমাদের হুমকি দিয়ে মামলা করতে বাধা দেওয়া হয়েছিল। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা মামলা করার সিদ্ধান্ত নিই।”