এনায়েতপুরে ট্রাকচাপায় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু – Sirajganj Times

এনায়েতপুরে ট্রাকচাপায় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু

সিরাজগঞ্জের এনায়েতপুরে ট্রাকচাপায় শামীম হোসেন (৩৫) নামে এক মেরিন ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এনায়েতপুরের কেজি মোড়সংলগ্ন সিলিকা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম টাঙ্গাইল সদর উপজেলার বেতরাইল ছিলিমপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি একজন সামুদ্রিক জাহাজের প্রকৌশলী ছিলেন।

শামীমের শ্বশুর বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের শাহ আলম জানান, শামীম তার কর্মস্থল থেকে ছুটিতে এসে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি এনায়েতপুর হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাক (সিরাজগঞ্জ-ড ১১০০৮০) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। তবে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।