সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৭৪৭ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ দিয়েছে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কামারখন্দ উপজেলার চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারুক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আদনান মুস্তাফিজ ও কামারখন্দ থানার অফিসার ইন-চার্জ মোখলেসুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি খাজা টিপু সুলতান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো মানুষ হতে হলে শুধু ভালো রেজাল্ট করলেই হবে না, সততা ও দায়িত্ববোধও জরুরি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য ও ন্যায়ের পথে থাকা উচিত। ব্যবসা বা চাকরি—যে ক্ষেত্রেই হোক, সৎ ও ন্যায়ের পথে চলা চ্যালেঞ্জিং হলেও তা মেনে চলা প্রয়োজন। ছোটবেলা থেকেই হিসাব রাখা, দায়িত্বশীলতা শেখা এবং বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মেধা ভিত্তিক প্রতিযোগিতা “মেধায় মাতি”, যা উপস্থাপনা করেন ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খান। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন হয়ে ওঠে।
২০০১ সাল থেকে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন শিক্ষার্থীদের জন্য বৃত্তি কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া, খাজা শাহ ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) এর নেছবতভুক্ত অসচ্ছল কর্মক্ষম ভক্তদের মাঝে এককালীন মূলধন প্রদানসহ আরও দুটি মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবীরা উপস্থিত ছিলেন।









