সিরাজগঞ্জের সলঙ্গায় ভাগ্নীকে ধর্ষণের অভিযোগে আপন খালু শাহীন আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শাহীন আলম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের আসলাম মণ্ডলের ছেলে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাসুদুর রহমান জানান, আদালত কর্তৃক নির্ধারিত এক লাখ টাকা অর্থদণ্ড আসামির সম্পদ থেকে আদায় করে ভিকটিমকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০১৯ সালের ২৬ ডিসেম্বর ওই স্কুলছাত্রী কুষ্টিয়া জেলার কুমারখালীতে তার খালার বাড়িতে বেড়াতে যান। ২০২০ সালের ৯ জানুয়ারি বাসযোগে কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জে ফেরার পথে আপন খালু শাহীন আলম তাকে ফোন করে সিরাজগঞ্জ রোড গোলচত্বরে নামতে বলেন।
পরবর্তীতে শাহীন আলম তাকে সলঙ্গার চড়িয়া শিকার উত্তরপাড়ায় তার ভাড়া বাসায় যেতে বলেন। ওই দিন রাতে শাহীন আলমের স্ত্রী সিরাজগঞ্জে অবস্থান করছিলেন। এই সুযোগে গভীর রাতে ভাগ্নী ঘুমিয়ে পড়লে শাহীন আলম তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং পরে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ঘরের মধ্যে তালাবদ্ধ রেখে পালিয়ে যায়।
পরের দিন সকালে শাহীন আলমের স্ত্রী বাড়িতে ফিরে এলে ভুক্তভোগী তাকে ঘটনাটি জানান। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত শাহীন আলমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
সিরাজগঞ্জ টাইমস/সিই







