সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কাওরানবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক ফেইসবুক স্ট্যটাসে দাবি করেন, তাদের কয়েকজন কারওয়ান বাজার এলাকায় পেট্রো বাংলার সামনে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদকে দেখতে পায় । পরে তাকে আটক করে ঢাকা মহাগর পুলিশের হাতে তুলে দেয়া হয় বলে সেই স্ট্যটাসে দাবি করা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, আব্দুল্লাহ বিন আহমেদকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।
গ্রেপ্তার আব্দুল্লাহ বিন আহমেদ সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনি এলাকার বাসিন্দা।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ সিরাজগঞ্জ জেলা যুবদল নেতা রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।







