উচ্ছ্বাস, আনন্দ আর প্রতিযোগিতার উন্মাদনায় সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে শুরু হলো প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪-২৫।
বুধবার (৫ মার্চ) সকালে জমকালো আয়োজনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা ক্রীড়া অফিসার মো. নুরে এলাহী, প্রেসক্লাব সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, বিসিবির জেলা কোচ আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, শিক্ষক ও খেলোয়াড়রা।
এ বছর প্রতিযোগিতায় অংশ নেয়া চারটি স্কুল গুলো হলো সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ, জাহান আরা হাই স্কুল, বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ভিক্টোরিয়া হাই স্কুল।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ভিক্টোরিয়া হাই স্কুল ও জাহান আরা হাই স্কুল। টসে জয়ী হয়ে ভিক্টোরিয়া হাই স্কুল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
এই প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোররা খেলাধুলায় আরও অনুপ্রাণিত হবে এবং জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠার সুযোগ পাবে বলে আশা করছেন আয়োজকরা।
সিরজাগঞ্জ টাইমস/সি/ই









