সাবেক এমপি ডা. আব্দুল আজিজের রিমান্ড! – Sirajganj Times

সাবেক এমপি ডা. আব্দুল আজিজের রিমান্ড!

বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. আবদুল আজিজের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (০৫ মার্চ) তাড়াশ আমলী আদালতে তাঁকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ওবায়দুল হক রুমি এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. হুমায়ুন কবীর বলেন, মামলার তদন্তের স্বার্থে পুলিশ তাঁর রিমান্ড আবেদন করেছিল, তবে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থীর গাড়িবহরে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তাঁকে প্রধান আসামি করা হয়। মামলাটি করেন বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ।

গত ৩ ফেব্রুয়ারি ঢাকার কলাবাগান এলাকা থেকে র‍্যাব-২ তাঁকে গ্রেপ্তার করে এবং পরে র‍্যাব-১২-এর মাধ্যমে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়।

ডা. আবদুল আজিজ ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।