বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর বাজারে এই অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ সময় বাজারের বিভিন্ন দোকানে তদারকি করা হয়।
অভিযানে মূল্য তালিকা হালনাগাদ না থাকা ও ভোজ্য তেলের দাম বেশি রাখার অপরাধে—
মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয় এবং মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখার পরামর্শ দেওয়া হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজার স্থিতিশীল রাখতে তদারকি কার্যক্রম চলমান থাকবে।







