কামারখন্দে ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই – Sirajganj Times

কামারখন্দে ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই

সিরাজগঞ্জের কামারখন্দে অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কুটিরচর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

সিরাজগঞ্জ জেলা পুলিশের তথ্য ও নির্দেশনায় এসআই নাজমুল হকের নেতৃত্বে ডিবির একটি দল কামারখন্দ থানার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় রাস্তার পাশে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। তবে ডিবি পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন মো. সেলিম রেজা (৩৫) ও মো. আমিরুল ইসলাম (৩৩)। তারা দুজনেই কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।