কাজিপুরে যুবলীগ নেতার রহস্যজনক মৃত্যু – Sirajganj Times

কাজিপুরে যুবলীগ নেতার রহস্যজনক মৃত্যু

সিরাজগঞ্জের কাজিপুরে এক যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মার্চ) দুপুরে উপজেলার তারাকান্দি গ্রামের একটি বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত যুবলীগ নেতা ইউসুফ আলী স্বপন (৪০) উপজেলার বীর শুভগাছা গ্রামের ইমান আলী খানের ছেলে এবং শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের পরিবারের বরাতে জানা যায়, গত এক মাস ধরে দুর্গম চরাঞ্চলের তিনি বন্ধু সারজিল সম্পদের মালিকানাধীন গরু, ঘোড়া ও ছাগল দেখাশোনা করতেন স্বপন। ওই বাড়িতে একাই অবস্থান করছিলেন স্বপন। সারজিল প্রতি বুধবার বাড়িতে এসে পরিবারের জন্য বাজার করে আবার ফিরে যেতেন বলে জানা যায়।

স্বপনের স্ত্রী জানান, গেল বুধবার থেকে তার স্বামীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ ফুলে গেছে এবং মাথার চুল উঠে যাচ্ছে, যা দীর্ঘ সময় ধরে লাশ পড়ে থাকার ইঙ্গিত দেয়। তবে আশপাশের গবাদিপশু অক্ষত থাকায় বিষয়টি রহস্যজনক বলে দাবি তাদের।

এ বিষয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, “লাশ অনেকটাই পচে গেছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।”

এদিকে, স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে এ মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিয়েও আলোচনা চলছে নানা মহলে । তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে আশ্বাস পুলিশের।