মধ্যরাতে সিরাজগঞ্জের মহাসড়কে ভয়াবহ ডাকাতি – Sirajganj Times

মধ্যরাতে সিরাজগঞ্জের মহাসড়কে ভয়াবহ ডাকাতি

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ী এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল গাড়িতে থাকা শিক্ষকদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।

যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম জানান, রোববার (৯ মার্চ) রাতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলনে অংশগ্রহণ শেষে একটি মাইক্রোবাসে করে রাজশাহী ফিরছিলেন শিক্ষকদের একটি দল। গাড়িটি যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কোনাবাড়ী ধান এলাকায় পৌঁছালে হঠাৎ ডাকাতদল পেছন থেকে পাথর ছুড়ে মাইক্রোবাসে আঘাত করে, এতে বিকট শব্দ হয়।

পুলিশ জানায়, শব্দ শুনে চালক গাড়ির চাকা পাংচার হয়েছে মনে করে রাস্তার পাশে গাড়ি দাঁড় করান। কিন্তু মুহূর্তের মধ্যে ৭-৮ জনের একটি ডাকাতদল ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে গাড়ির সামনে এসে যাত্রীদের সবাইকে ভয় দেখিয়ে মোবাইল ও নগদ অর্থ লুট করে নেয়।

পরে ভুক্তভোগীরা যমুনা সেতু পশ্চিম থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।