সিরাজগঞ্জের চৌহালী সরকারি কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তথ্য চাইতে গিয়ে এক সাংবাদিক লাঞ্ছিত হওয়ার অভিযোগও পাওয়া গেছে।
শিক্ষার্থী ও অবিভাবকদের অভিযোগ সূত্রে জানা যায়, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের নির্দেশে মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত ২,২২৫ টাকার পরিবর্তে ৩,১৪৫ টাকা এবং বিজ্ঞান বিভাগের ২,৭৮৫ টাকার পরিবর্তে ৩,৫৬৫ টাকা আদায় করা হচ্ছে। এছাড়া অনলাইনের জন্য প্রতিজনের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। পুনরায় পরীক্ষায় অংশ নিতে চাওয়া অকৃতকার্য পরীক্ষার্থীদের কাছ থেকে একটি বিষয়ে ১,৯৪৫ টাকা আদায়ের অভিযোগও রয়েছে।
যমুনার চরের হতদরিদ্র শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত অর্থ দেওয়া কষ্টসাধ্য হয়ে উঠেছে জানিয়ে তারা বলেন, অধ্যক্ষ নানা অজুহাতে অতিরিক্ত টাকা নিচ্ছেন, যা না দিলে ফরম পূরণ করতে দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে তথ্য জানতে চেয়ে বেসরকারি টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি ফরহাদ হোসেনকে অফিস কক্ষে ডেকে হুমকি দেন কলেজের অধ্যক্ষ। এসময় সেই সাংবাদিককে অস্মানজনক ভাষায় কথাও বলেন কলেজ অধ্যক্ষ। সেই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
সাংবাদিক ফরহাদ হোসেন বলেন, “ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে কিনা জানতে চাওয়ায় অধ্যক্ষ আমার ওপর চড়াও হন।”
তবে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম দাবি করেন, বোর্ড ফি ১,৪৩০ টাকা, ব্যবহারিক ফি ৬৩০ টাকা, ট্রান্সক্রিপ্ট ফি ১৫০ টাকা, সনদ ফি ১০০ টাকা, সরকারি বেতন ৪৮০ টাকা, রোভার স্কাউট ফি ২৫ টাকা, ম্যানেজমেন্ট ফি ৫০ টাকা এবং মসজিদ ও উন্নয়ন ফি ২৫০ টাকা নেওয়া হচ্ছে।











