সিরাজগঞ্জের সাহেদ নগরে দেয়াল ধসে ২ জনের প্রাণহানি, আহত ৩ – Sirajganj Times

সিরাজগঞ্জের সাহেদ নগরে দেয়াল ধসে ২ জনের প্রাণহানি, আহত ৩

সিরাজগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে শহরের সাহেদনগড় ব্যাপারিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, ড্রেন নির্মাণের জন্য পাঁচজন শ্রমিক খননকাজ করছিলেন। এ সময় পাশের একটি বাড়ির দেয়াল ধসে পড়ে তাদের ওপর। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপরজনকে মেডিনোভা হাসপাতালে নেওয়া হলে সেখানেও তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহতদের একজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে, অন্যজনের মরদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন।