শিশু নির্যাতন বন্ধের দাবিতে সিরাজগঞ্জে ডিসি-এসপিকে স্মারকলিপি দিলো শিশুরা – Sirajganj Times

শিশু নির্যাতন বন্ধের দাবিতে সিরাজগঞ্জে ডিসি-এসপিকে স্মারকলিপি দিলো শিশুরা

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামকে স্মারকলিপি প্রদান করেন শিশুরা। ছবি: সাকলাইন শিহাব

সাম্প্রতিক সময়ে দেশে শিশু নির্যাতন ও ধর্ষণ বন্ধ এবং দোষীদের বিচারের দাবিতে সিরাজগঞ্জে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় পর্যায়ের শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং ও এ্যাভোকেসিকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ)।

রোববার (১৬ মার্চ) সকালে এনসিটিএফ সিরাজগঞ্জ জেলা কার্যনির্বাহী কমিটির শিশুরা পুলিশ সুপার মো. ফারুক হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করে। পরে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের কাছেও স্মারকলিপি তুলে দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানকালে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন এনসিটিএফ সিরাজগঞ্জের সভাপতি জান্নাতুল শিফা, সাধারণ সম্পাদক তাহসান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. সাদিয়া আফরিনসহ জেলা ভলানটিয়ার নাজমুল হাসান ও বৃষ্টি খাতুন।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেনকে স্মারকলিপি প্রদান করেন শিশুরা। ছবি: সাকলাইন শিহাব

এনসিটিএফ সিরাজগঞ্জের সভাপতি জান্নাতুল শিফা স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, দেশে শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়ে চলায় শিশুরা ভীত ও শঙ্কিত। এসময় দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি নির্যাতনের শিকার শিশুদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায় সংগঠনটি।

স্মারকলীপি গ্রহণকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং শিশুদের নিরাপত্তায় জেলা প্রশাসন ও পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে।