সিরাজগঞ্জের আলামতসহ ডাকাত সর্দার গ্রেফতার – Sirajganj Times

সিরাজগঞ্জের আলামতসহ ডাকাত সর্দার গ্রেফতার

সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে মোটরসাইকেলসহ আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গেল সোমবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার পূর্ণবাসন সয়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন ডাকাত পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ডাকাত দলের নেতা  মো. আলী আশরাফ (৩৭) নামে একজন ডাকাতকে আটক করা হয়।

র‌্যাব-১২ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি আলী আশরাফ স্বীকার করেছে যে, সে এবং তার সহযোগী অজ্ঞাত ৭-৮ জন সদস্য দেশের বিভিন্ন স্থানে সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল।

গ্রেফতারকৃত আলী আশরাফ সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ণবাসন সয়দাবাদ এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আলী আশরাফের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— দুইটি গ্যাস গানের ব্যবহৃত সেল, সাতটি সিলিং ফ্যান, একটি নষ্ট মোটোরোলা ওয়াকিটকি, দুটি ছোরা, দুটি হাসুয়া, দুটি রেঞ্চ (র‍্যাদ), দুটি স্ক্রু ড্রাইভার, একটি টেস্টার, দুটি কাটিং প্লায়ার্স, একটি খুর, একটি মোটরসাইকেল চুরির মাস্টার কি, এক ও দুই হর্স পাওয়ারের দুটি পানির মোটর, একটি লোহার কাটার গ্রাইন্ডিং মেশিন, আটটি এসডিএমআই ক্যাবল বক্স, একটি আট পোর্ট সুইচ, ৫০ গজ ক্যাবল, একটি ওয়েব ক্যামেরা, চারটি স্মার্টফোন এবং একটি মোটরসাইকেল।

পরে আলী আশরাফের  বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।