এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ – Sirajganj Times

এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষ ঘটে।

জানা গেছে, করোনা বাজারে আয়োজিত ইফতার মাহফিলের আয়োজক রওশন আলী মেম্বার গ্রুপ এবং একই সময়ে বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলের আয়োজক আব্দুল করিম মোল্লা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। একে অপরের উপর দোষ চাপিয়ে উভয় গ্রুপ উত্তেজনায় জড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে রয়েছেন- রওশন আলী মেম্বার (৪৮), হাফিজুর রহমান (৪২), ফারুক সিকদার (৫৬), কামরুল হাসান সোহাগ (৩০), আবু তালেব (৪০), কবির হোসেন (৪০), মুকুল সিকদার (৫০)। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক এমএ কাশেম অভিযোগ করে বলেন, ‘সিকদার গ্রুপের নেতৃত্বে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে। সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা চাই।’

অন্যদিকে, থানা বিএনপির সাবেক সদস্য সচিব মুনজুর রহমান মঞ্জু সিকদার বলেন, ‘চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পূর্ব নির্ধারিত ইফতার মাহফিলে রওশন মেম্বারের নেতৃত্বে হামলা চালানো হয়েছে।’

এনায়েতপুর থানার ওসি রশওন ইয়াজদানি জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি।