সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কবির হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন (৪০) সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, করোনা বাজার এলাকায় ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে রওশন আলী মেম্বার এবং আব্দুল করিম মোল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। আধিপত্য বিস্তার ও গ্রুপিং এর জেরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে গুরুতর আহত কবির হোসেনকে ঢাকায় নেওয়া হলে বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে তিনি রাজধানীর ঢাকা ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে মারা যান।
অন্য আহতরা হলেন– রওশন আলী মেম্বার (৪৮), হাফিজুর রহমান (৪২), ফারুক সিকদার (৫৬), কামরুল হাসান সোহাগ (৩০), আবু তালেব (৪০) এবং মুকুল সিকদার (৫০)। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে এ ঘটনায় বিএনপির দুই গ্রুপ পরস্পরের বিরুদ্ধে হামলার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে।
এনায়েতপুর থানার ওসি রশওন ইয়াজদানি বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখনও কোনো পক্ষ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”







