সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে তাদের শাহজাদপুর আমলি আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, বুধবার (১৯ মার্চ) দুপুরে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা মধ্যপাড়া গ্রামের সড়কে মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়। এ সময় কারণ জানতে গিয়ে সাংবাদিকরা মাটি সরিয়ে নিতে বললে স্থানীয় কয়েকজন যুবক তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেলসহ ৭ জন সাংবাদিক আহত হন।
ঘটনার পর বুধবার রাতেই সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশের অভিযান চালিয়ে ১ নম্বর আসামি রবিউল, ২ নম্বর আসামি আমির হোসেন এবং ৩ নম্বর আসামি ইমরানকে গ্রেপ্তার করা হয়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছলাম আলী বলেন, “ঘটনার খবর পেয়েই দ্রুত পুলিশের একটি দল পাঠিয়ে সাংবাদিকদের উদ্ধার এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়। মামলা দায়েরের পর সারারাত অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।”







