সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে র্যাব। হত্যা মামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই র্যাব-১২’র অভিযানে গ্রেফতার করা হয়েছে তিন আসামিকে।
র্যাব-১২ জানায়, গত সোমবার ( ১৬ মার্চ) রাত ১০টার দিকে রায়গঞ্জ উপজেলার বৈকন্ঠপুর এলাকার দুই যুবক— মো. রিয়াজ উদ্দিন সেখ (২১) ও মো. হৃদয় সেখ (১৮) নিখোঁজ হন। এরপর ২০ মার্চ বিকেলে উপজেলার বেংনাই এলাকার ভেড়াদহ বেইলি ব্রিজ সংলগ্ন দহে কচুরিপানার মধ্যে তাদের লাশ পাওয়া যায়। ঘটনাটি জেলার পাশাপাশি দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ঘটনার প্রেক্ষিতে র্যাব-১২ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অভিযান চালিয়ে শনিবার (২১ মার্চ) সকালে বৈকন্ঠপুর এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মো. রবিউল ইসলাম (২৫), মো. আবু হানিফ (২৪) ও মো. ফেরদৌস শেখ (১৮)। তিনজনই রায়গঞ্জ উপজেলার বৈকন্ঠপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-১২ জানায়, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।







