সাবেক এমপি জয়-হেনরীসহ ৭৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা – Sirajganj Times

সাবেক এমপি জয়-হেনরীসহ ৭৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ ছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যার ঘটনায় সিরাজগঞ্জে সাবেক দুই সংসদ সদস্যসহ ৭৭ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৪ মার্চ) সকালে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন নিহত আসিফের মা আসমানী খাতুন। আদালতে শুনানি শেষে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল।

এজাহারে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর বারী, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান শিরাজী, সাবেক মেয়র আব্দুল হান্নানসহ আরও অনেকে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে আসিফ হোসাইন চৌরাস্তা মোড়ে গেলে অস্ত্রসজ্জিত আসামিরা হামলা চালিয়ে তাকে ও তার বন্ধু শাহীন শেখকে এলোপাথাড়ি মারধর করে হত্যা করে। পরে মরদেহ গোপন করে পুড়িয়ে ফেলার অভিযোগও আনা হয়েছে।

নিহত আসিফ সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন। চলতি বছরের ৪ মার্চ ডিএনএ পরীক্ষা শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মামলাটি দায়েরের পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

সিরাজগঞ্জ টাইমস/সি/ই