অসমাপ্ত যাত্রায় শেষ হলো যুবনেতা মির্জা বাবুর ৪৮ বছরের জীবন (ভিডিও) – Sirajganj Times

অসমাপ্ত যাত্রায় শেষ হলো যুবনেতা মির্জা বাবুর ৪৮ বছরের জীবন (ভিডিও)

যুবদল সভাপতি মির্জা বাবুর শেষ বিদায়

যার কণ্ঠে জাগ্রত হতো হাজারো নেতাকর্মী, যার নেতৃত্বে মুখরিত হতো রাজপথ—সেই সাহসী রাজনৈতিক যোদ্ধা মির্জা আব্দুল জব্বার বাবু আর নেই। রোববার (২৩ মার্চ) ভোররাতে  রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন মির্জা বাবু। দুই মাস আগে অবস্থার অবনতি হলে প্রথমে সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ২৩ জানুয়ারি স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই নিবেদিত প্রাণ নেতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মাঝে। শোক জানাতে হাসপাতাল প্রাঙ্গণে ছুটে আসেন সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। পাশাপাশি কেন্দ্রীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারাও শোকবার্তা পাঠান।

শনিবার বিকেলে তার মরদেহ সিরাজগঞ্জে পৌঁছালে শেষবারের মতো তাকে দেখতে আসেন রাজনৈতিক সহযোদ্ধা, স্বজন ও সাধারণ মানুষ। এসময় শহরের ইসলামিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং যুবদল কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় শহরের মালশাপাড়া পৌর কবরস্থানে এবং সেখানে তাকে দাফন করা হয়।

নেতারা বলেন, মির্জা বাবু ছিলেন সংগ্রামী নেতা। রাজনৈতিক অঙ্গনে তিনি যেমন দূরদর্শী ছিলেন, তেমনই কঠিন সময়ে ছিলেন দলের অন্যতম ভরসা। বিএনপির আন্দোলন-সংগ্রামে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

৪৮ বছর বয়সে অসমাপ্ত যাত্রা শেষ হলো মির্জা বাবুর। কিন্তু তার ত্যাগ, সংগ্রাম ও রাজনৈতিক অবদান সিরাজগঞ্জের মাটি ও মানুষের মনে অমলিন হয়ে থাকবে।

সিরাজগঞ্জ টাইমস/সি/ই