সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদদের পরিবারের কাছে ঈদ উপহার নিয়ে হাজির জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহীদ পরিবারের সদস্যদের হাতে এই উপহার তুলে দেন তিনি।
সোমবার (২৪ মার্চ) দুপুরে শহরের মাছুমপুর দক্ষিণপাড়া এলাকায় শহীদ সোহানুর রহমান খান রঞ্জুর বাড়িতে গিয়ে তার স্ত্রী মৌসুমি খাতুন ও শিশু সন্তান রোজার হাতে ঈদ সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক।
একই দিনে শহরের একাডালা গ্রামে শহীদ আবদুল লতিফের বোন সালেহা ও মাসুমা এবং কোলগয়লার শহীদ সুমনের পিতা গঞ্জের আলীর বাড়িতেও পৌঁছায় জেলা প্রশাসনের ঈদ উপহার। সেখানে উপহার সামগ্রী তুলে দেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনোয়ার হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মারুফ আফজাল রাজন, সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না প্রমুখ।
জেলা প্রশাসনের এনডিসি মারুফ আফজাল রাজন জানান, শহীদ ১৩ পরিবারের সবার ঘরে ঈদ শুভেচ্ছা ও উপহার পৌঁছে দিচ্ছে জেলা প্রশাসন। তাদের পাশে থেকে শহীদদের আত্মত্যাগ স্মরণ করা এবং পরিবারের সদস্যদের মনে সাহস জোগানো আমাদের দায়িত্ব।
সিরাজগঞ্জ টাইমস/সি/ই









