সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে মিরাজুল ইসলাম (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাঘুটিয়া ইউনিয়নের চরছলিমাবাদ এলাকার ভূতের মোড় সংলগ্ন যমুনা নদীতে এ ঘটনা ঘটে। রাত ৮টা পর্যন্ত উদ্ধার তৎপরতা শুরু না হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
নিখোঁজ মিরাজুল ইসলাম উপজেলার উত্তর হাটাইল গ্রামের বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য মরহুম আনোয়ার হোসেনের ছেলে।
নিখোঁজ মিরাজুলের ফুফাতো ভাই মো. মামুন জানান, “মিরাজ তার ছোট বোনদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়েছিল। সে শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিল। সম্ভবত সেই কারণে স্রোতের টানে ভেসে যায়।”
স্থানীয়রা জানান, ঘটনা ঘটার পরপরই পরিবার ও এলাকাবাসী উদ্ধার তৎপরতা শুরু করলেও এখন পর্যন্ত সেখানে কোনো সরকারি সরকারি সংস্থার উদ্ধারকারী দলের উপস্থিতি দেখা যায়নি।











