অপহরণের ৮ দিন পর মায়ের কোলে ফিরল রায়গঞ্জের ছোট্ট দিঘী – Sirajganj Times

অপহরণের ৮ দিন পর মায়ের কোলে ফিরল রায়গঞ্জের ছোট্ট দিঘী

অবশেষে অপহরণের আট দিন পর মায়ের কোলে ফিরে এলো মাত্র ৮ মাস বয়সী শিশু দিঘী মনি। সিরাজগঞ্জের রায়গঞ্জে সংঘটিত এই চাঞ্চল্যকর শিশু অপহরণ মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে অভিযানে অংশ নিয়ে অপহরণ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান সোমবার (৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ দুপুরে রায়গঞ্জ উপজেলার রনতিথা গ্রামে মো. বাদশা মিয়ার ভাড়া বাসা থেকে শিশু দিঘী মনিকে অপহরণ করে দুর্বৃত্তরা। তারা শিশুটির মাকে অচেতন করে রেখে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং পরবর্তীতে বিক্রি করে দেয়।

এ ঘটনায় ভিকটিমের মা মোছা. মরিয়ম খাতুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা গ্রহণের পরপরই পুলিশ ব্যাপক অনুসন্ধান ও সাঁড়াশি অভিযান শুরু করে।

পুলিশের একাধিক টিমের অভিযানে প্রথমে রংপুর থেকে অপহরণকারী মো. কালাম শেখ (৪০) কে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী রায়গঞ্জ থেকে চক্রের আরেক সদস্য মো. হারুন অর রশিদ (৪৪) কে আটক করা হয়।

পরে দুই আসামির স্বীকারোক্তির ভিত্তিতে অপহৃত শিশু দিঘী মনিকে যশোর জেলার কোতয়ালী থানার তালবাড়িয়া এলাকার মো. সামিউল ইসলাম (৪২) এর বাড়ি থেকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর শিশুটিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, অপহরণ চক্রের অন্য সদস্যদেরও শনাক্ত করার কাজ চলছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।