অতিরিক্ত ভাড়া আদায়, সিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে জরিমানা  – Sirajganj Times

অতিরিক্ত ভাড়া আদায়, সিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে জরিমানা 

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিরাজগঞ্জের বিভিন্ন মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেছে যৌথ বাহিনী। অভিযানে ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায়সহ একাধিক যানবাহন মালিককে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের হাটিকুমরুল, কড্ডার মোড়সহ জেলার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সিরাজগঞ্জ সদর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মারুফ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান চলাকালীন সময়ে সড়কে চলাচলকারী বেশ কয়েকটি বাস ও যানবাহন থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ মেলে। পরে অভিযুক্ত পরিবহন মালিকদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও শাস্তি দেওয়া হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, “ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের একাধিক অভিযোগ আমরা পেয়েছি। এজন্য জেলার প্রতিটি উপজেলায় প্রশাসনের সাথে সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সেনাবাহিনী মাঠে কাজ করছে।”

প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো পরিবহন মালিক বা চালক অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।