এনায়েতপুরে ছাত্রদল নেতা হত্যায় বিএনপি ও যুবদলের দুই নেতা গ্রেফতার – Sirajganj Times

এনায়েতপুরে ছাত্রদল নেতা হত্যায় বিএনপি ও যুবদলের দুই নেতা গ্রেফতার

সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হোসেন হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন বিএনপি ও যুবদলের দুই নেতাকে। গ্রেফতারকৃতরা হলেন, এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল (৪৬) এবং সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক জামাল মীর (৫৫)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন ইয়াজদানী। তিনি জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার ৪ নম্বর আসামি জহুরুলকে সোমবার সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা এলাকা থেকে র‌্যাব-২ গ্রেফতার করে। পরদিন মঙ্গলবার সকালে এনায়েতপুর গ্রাম থেকে মামলার ২৫ নম্বর আসামি জামাল মীরকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, গত ১৮ মার্চ বিকেলে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ছাত্রদলের সদিয়া চাঁদপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন গুরুতর আহত হন। তাকে প্রথমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে ক্রিটিক্যাল কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ মার্চ সন্ধ্যায় তিনি মারা যান।

সিরাজগঞ্জ টাইমস/এনায়েতপুর/সি/ই