ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির ক্ষেত্রে ৩০ শতাংশ কোটা বাতিলসহ ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে প্রতিষ্ঠানটির হলরুমে “কারিগরি ছাত্র আন্দোলন, সিরাজগঞ্জ জেলা শাখার ব্যানারে এই সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধি তানভীর আলম মুগ্ধ, রাউফুল হাসান লাবীব, রাজিতা ভূঁইয়া, মো. হাবীব শেখ, মো. রবিন সরকার, মো. আশিক ও মো. সাইমন প্রমুখ।
বক্তারা বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের ক্ষেত্রে ক্রাফট ইন্সট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০% পদোন্নতির কোটা বাতিল করতে হবে। একই সঙ্গে এই পদে “ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং” ডিগ্রিধারীদের জন্য শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করার দাবিও তোলেন তারা।
তারা আরও বলেন, দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। পলিটেকনিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।
পাশাপাশি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন, এবং প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করার দাবিও জানান তারা।
এছাড়া দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারিও দেন শিক্ষার্থীরা।











