উল্লাপাড়ায় বিএনপি নেতাকে হাতুড়িপেটার ঘটনায় জামায়াত নেতা আটক – Sirajganj Times

উল্লাপাড়ায় বিএনপি নেতাকে হাতুড়িপেটার ঘটনায় জামায়াত নেতা আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেন আজাদকে হাতুড়িপেটার ঘটনায় পৌর জামায়াতের প্রচার সম্পাদক হাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার সলপ এলাকা থেকে তাকে আটক করা হয়। উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান রাত ১১টার দিকে জানান, “ঘটনার ফুটেজ পর্যালোচনা করে হাফিজকে শনাক্ত ও আটক করা হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও অন্যান্য অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।”

আহত বিএনপি নেতার ভাই ইসহাক প্রামাণিক নিরব জানান, “হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মাথার দুটি স্থানে খুলি ভেঙে গেছে। প্রাথমিকভাবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন। বর্তমানে আমরা ঢাকার কাছাকাছি পৌঁছে গেছি।”

এদিকে হামলার ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতেই উল্লাপাড়ায় দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। তারা অবিলম্বে জামায়াত-শিবিরের সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনার পর উপজেলা সদরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও যৌথবাহিনী ও র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে।

উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজ শেষে থানার গেটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিএনপি নেতা আজাদ হোসেনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয় বলে জানা গেছে।