চৌহালীতে বলাৎকারের অভিযোগে বিএনপি নেতা বহিস্কার (ভিডিও সহ) – Sirajganj Times

চৌহালীতে বলাৎকারের অভিযোগে বিএনপি নেতা বহিস্কার (ভিডিও সহ)

সিরাজগঞ্জের চৌহালীতে বিএনপি নেতার বলাৎকার কান্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড়। অবশেষে দল থেকে বহিস্কার হলেন সেই বিএনপি নেতা।

১১ ডিসেম্বর রাতে ১৩ বছর বয়সি সপ্তম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠে চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরের বিরুদ্ধে। পরে ১৩ জানুয়ারি রাতে চৌহালী থানায় মামলা দায়ের করেন নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর বাবা। এই মামলায় একমাত্র আসামি করা হয় বিএনপি নেতা জুয়েল রানা ফকিরকেই।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে উপজেলার চর সলিমাবাদ বাজার এলাকায় শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করে বিএনপি নেতা জুয়েল রানা ফকির। মুহূর্তেই বিষয়টি নিয়ে শুরু হয় তোলপাড়। ঘটনা ধামাচাপা দিতে কয়েক দফা চেষ্টা করা হলেও, সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে তা ব্যর্থ হয়।

ঘটনা তদন্তে সাংগঠনিকভাবে একটি কমিটি গঠন করে চৌহালী উপজেলা বিএনপি। ওই ঘটনাকে কেন্দ্র করে চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরকে শো-কজও করা হয়। এরইমধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিস্কার করা বহিস্কার করা হয়েছে জুয়েল রানা ফকিরকে। মঙ্গলবার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়। বহিস্কারাদেশে বলা হয়, দলীয় গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকায় ও দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করায় চৌহালী উপজেলা বিএনপি’র সুপারিশ অনুযায়ী জুয়েল রানাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে থেকে বহিস্কার করা হয়েছে।

তাবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা জুয়েল রানা ফকির। সাংবাদিকদের তিনি বলেন, তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করা হচ্ছে।

ঘটনা ধামাচাপা দিতে নির্যাতনের শিকার ওই শিশুর পরিবারকে নানাভাবে হুমকি ধামকি দেয়া হয় বলেও জানা গেছে।