ছয় দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে দশটায় জেলা সদরের ফকিরতলায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।
এ সময় শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ইন্সটিটিউট থেকে বের করে দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানায়, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের জন্য প্রস্তাবিত ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল, ওই পদে আবশ্যিকভাবে ডিপ্লোমা প্রকৌশলী ডিগ্রি থাকা, এবং দেশের সকল কারিগরি পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগের দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। এসবসহ মোট ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিটি পলিটেকনিক ইন্সটিটিউটে শাটডাউন কর্মসূচি চলবে। আন্দোলন আরও তীব্র হবে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নেয়।









