‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত অডিশনে সিরাজগঞ্জের ফাতেমা – Sirajganj Times

‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত অডিশনে সিরাজগঞ্জের ফাতেমা

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু বিষয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত অডিশনে জায়গা করে নিয়েছে সিরাজগঞ্জের মাদ্রাসা শিক্ষার্ধী ফাতেমা খাতুন।

তিনি সিরাজগঞ্জ জেলা শহরের ইবনে হাইসাম বিজ্ঞান মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ছোটবেলা থেকেই সংগীত ও আবৃত্তির প্রতি তার রয়েছে গভীর অনুরাগ। পড়াশোনার পাশাপাশি সুর, ছন্দ ও লয়ের জগতে মগ্ন থাকে সে। নিজের আগ্রহ ও পরিশ্রমের মাধ্যমে অল্প বয়সেই গড়ে তোলে সংগীত ও আবৃত্তিতে দক্ষতা।

সম্প্রতি বিটিভি আয়োজিত নতুন কুঁড়ি প্রতিযোগিতায় হামদ-নাত বিভাগে বিভাগীয় পর্ব উত্তীর্ণ হয়ে ফাতেমা চূড়ান্ত অডিশনে অংশ নেয়। সেখানে তার অনবদ্য পরিবেশনায় মুগ্ধ হন বিচারকরা।

ফাতেমা বর্তমানে সিরাজগঞ্জ শহরের ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও জেলা শিল্পকলা একাডেমী–এর নিয়মিত শিক্ষার্থী। ভবিষ্যতে বড় পরিসরে শিল্পী হিসেবে দেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন দেখছে সে।

সিরাজগঞ্জ টাইমস/সিই