সলঙ্গায় গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার – Sirajganj Times

সলঙ্গায় গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলঙ্গায় গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার চড়িয়া কান্দিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—স্থানীয় জোদু ফকিরের ছেলে জোমসের ফকির (৬৫) ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, ধর্ষণের শিকার তরুণী গত পাঁচ বছর ধরে ওই পরিবারের গৃহপরিচারিকার কাজ করছিলেন। দীর্ঘদিন ধরে পিতা ও পুত্র তাকে ধর্ষণ করে আসছিল বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়। বর্তমানে তার গর্ভের বয়স দুই মাস।

ওসি আরও জানান, ঘটনার বিষয়ে ভুক্তভোগীর মা রোজিনা খাতুন বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পিতা ও পুত্রকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করা হচ্ছে।