সিরাজগঞ্জের চৌহালীতে বজ্রপাতে দুটি গরু মারা গেছে এবং আহত হয়েছেন এক কৃষক। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার উমারপুর ইউনিয়নের পাথরাইল চরে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে মাঠে ঘাস খাওয়ানো অবস্থায় কৃষক আব্দুল কদ্দুসের দুটি গাভী গরু বজ্রপাতে মারা যায়। গরু দুটির আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। এসময় বজ্রপাতের বিকট শব্দে কৃষক কদ্দুস কিছুটা অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আব্দুল কদ্দুস বলেন, “বৃষ্টি শুরু হলে গরু আনতে মাঠে যাই। হঠাৎ বজ্রপাত হলে আমি মাটিতে পড়ে যাই। উঠে দেখি, আমার গরু দুটি মারা গেছে। অনেক কষ্টে টাকা জমিয়ে গরু দুটি কিনেছিলাম। এক মুহূর্তে সব শেষ হয়ে গেল।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, “ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলা প্রশাসনের কাছে আবেদন করলে, যাচাই-বাছাই করে তাকে সহায়তা দেয়া হবে।”







