সিরাজগঞ্জের সদর ও রায়গঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ সরকারি ন্যায্যমূল্যের চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) রাত ৮ টার দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে মোট ১৬ হাজার কেজি চাল উদ্ধার করা হয়।৮
গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর সেনা ক্যাম্প এবং নিমগাছি আর্মি ক্যাম্প থেকে দুটি পৃথক পেট্রোল টিম অভিযানে অংশ নেয়। সদর উপজেলার মালসাপাড়া এলাকায় অবস্থিত নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল থেকে প্রায় ১০ হাজার কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফান নজমু এবং সদর থানার পুলিশের সদস্যরা। অভিযানে অবৈধভাবে মজুদ করা চালের গুদামের মালিক মোঃ আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়৷
অন্যদিকে, রায়গঞ্জ উপজেলার চিরামপুর এলাকায় চালানো অভিযানে প্রায় ৬ হাজার কেজি চাল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়। তারা হলেন- মোঃ মাহফুজ হোসেন, মোঃ শাকিল হোসেন, মোঃ রাজু, মোঃ শরিফ হোসেন, মোঃ আলমগীর হোসেন, জাকির হোসেন এবং মোঃ সাইফুল।
আটককৃতদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সিরাজগঞ্জ সেনা অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জুনায়েদ বিন কবির বলেন, জেলার বিভিন্ন স্থানে গোপনে মজুত করে রাখা সরকারি ন্যায্যমূল্যের চাল উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। গরিব ও অসহায় মানুষের প্রাপ্য এসব ত্রাণসামগ্রী অবৈধভাবে মজুত করে। এরপর অসাধু ব্যবসায়ীরা বেশি দামে অন্যত্র বিক্রি করেন৷ এধরণের কাজ করা সবাইকে আইনের আওতায় আনা হবে।