সিরাজগঞ্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন – Sirajganj Times

সিরাজগঞ্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

বিলুপ্ত হওয়া সিরাজগঞ্জ-৬ আসন (চৌহালী উপজেলা ও শাহজাদপুর উপজেলার পূর্বাংশের চারটি ইউনিয়ন) পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (১৬ মে) বিকেল ৪টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সচেতন জনসাধারণ’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেন ওয়াটা কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম মণ্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খাতুন, মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কারেন্ট নিউজের প্রধান সম্পাদক মো. নাঈমুল ইসলাম, মনজুর কাদের কারিগরি কলেজের অধ্যক্ষ আহসান হাবিব দুলালসহ বিভিন্ন পেশাজীবী ও গণমাধ্যমকর্মীরা।
এছাড়া চৌহালী ও শাহজাদপুর উপজেলার প্রায় দেড় শতাধিক স্থানীয় মানুষ মানববন্ধনে অংশ নেন।

প্রভাষক মিজানুর রহমানের সঞ্চলনায় মানববন্ধনে বক্তারা বলেন, “অতীতের সিমানা মোতাবেক সিরাজগঞ্জ-৬ আসনের এমপি আনছার আলী সিদ্দিকী, অধ্যাপক শাহজাহান এবং সর্বশেষ এমপি মেজর (অব.) মনজুর কাদেরের সময় এ অঞ্চলে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে ব্যাপক উন্নয়ন হয়েছিল। কিন্তু ২০০৮ সালে এই সংসদীয় আসন বিলুপ্ত করে বেলকুচি উপজেলার সঙ্গে যুক্ত করায় গত ১৭ বছরে চৌহালী দৃশ্যমান কোনো উন্নয়ন দেখতে পায়নি স্থানীয়রা।”

তারা অভিযোগ করেন, “মনজুর কাদেরের সময়ে হওয়া উন্নয়ন প্রকল্পগুলো যমুনা নদীর ভাঙনে বিলীন হয়ে গেলেও বর্তমান সংসদ সদস্যরা কার্যকর কোনো পদক্ষেপ নেননি।”

আসন পুনর্বহালের দাবি জানিয়ে বক্তারা বলেন, “চৌহালী-শাহজাদপুরের এই অঞ্চলকে ফের আলাদা সংসদীয় আসন ঘোষণা করলে এখানকার মানুষ উন্নয়নের সুফল পাবে। ফিরে আসবে হারানো গৌরব ও সম্ভাবনা।”

 

সিরাজগঞ্জ টাইমস/আইএইচএ/সিই