চৌহালীতে বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠন – Sirajganj Times

চৌহালীতে বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জের চৌহালী উপজেলা শাখার সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে মোট ৬ সদস্যের এই কমিটি গঠিত হয়।

মঙ্গলবার (২০ মে) দুপুরে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম স্বাক্ষরিত এক পত্রে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

কমিটির সদস্যরা হলেন—চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক ক্বারি মো. ময়নুল ইসলাম, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল, শহীদ তালুকদার, আরিফ সরকার, ও সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম মণ্ডল।

পত্রে উল্লেখ করা হয়, আগামী ২০ জুন এর মধ্যে সদস্য সংগ্রহ এবং ইউনিয়ন পর্যায়ে নির্বাচন পরিচালনার দায়িত্বপালন সম্পন্ন করতে হবে।

কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা বলেন, “আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তা সততার সঙ্গে পালন করবো ইনশাআল্লাহ। এ কাজে উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের সহযোগিতা একান্ত প্রয়োজন।”

সিরাজগঞ্জ টাইমস/আইএইচএ/সিই