চৌহালীতে খামারিকে হত্যা করে গরু লুট – Sirajganj Times

চৌহালীতে খামারিকে হত্যা করে গরু লুট

নিহত খামারির বাড়িতে শোকের মাতম।- ছবি: সিরাজগঞ্জ টাইমস

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দুর্গম যমুনা চরে শ্বাসরোধে এক খামারিকে হত্যা করে তিনটি গরু লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (২০ মে) গভীর রাতে উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউনিয়ার চরে এ নির্মম ঘটনা ঘটে।

নিহত খামারি তারা মিয়া (৬৫) তিনি খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে। কৃষিকাজ ও গবাদিপশু পালনের উদ্দেশ্যে তিনি তার নাতি ইব্রাহিম খলিল (১৮)-কে সঙ্গে নিয়ে মুরাদপুর চরে অস্থায়ী ঘর বানিয়ে বসবাস করতেন।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল রামদা ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘরে হানা দেয়। তারা প্রথমে ইব্রাহিমকে মারধর করে বস্তায় ভরে মুখ বেঁধে আটকে রাখে। এরপর তারা মিয়াকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং ঘরে থাকা তিনটি গরু নিয়ে নদীপথে নৌকা করে পালিয়ে যায়।

পরে চৌহালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ভাগ্নে আকরাম মোল্লা বলেন, “এটা শুধু ডাকাতি নয়, এটি একটি পরিকল্পিত হত্যা। খামারে আরও বড় সাইজের গরু ছিল, সেগুলো কয়েকদিন আগে বাড়িতে নিয়ে আসা হয়। হয়তো ডাকাতদল বড় গরু না পেয়ে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করেছে।”

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। ইতোমধ্যে দুটি গরু উদ্ধার করা হয়েছে। থানান মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।”

এই ঘটনায় চরাঞ্চলে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, আসন্ন ঈদের আগের যমুনা পাড়ে পুলিশি টহল ও নিরাপত্তা জোরদার না করলে এমন ঘটনা আরও ঘটতে পারে।

সিরাজগঞ্জ টাইমস/আইএইচএ/সিই