বিপুল হত্যা: গ্রেপ্তার হয়নি মূল আসামিরা, জামিনে মুক্ত হয়ে স্বজনদের হুমকি (ভিডিও) – Sirajganj Times

বিপুল হত্যা: গ্রেপ্তার হয়নি মূল আসামিরা, জামিনে মুক্ত হয়ে স্বজনদের হুমকি (ভিডিও)

নিহত বিপুলের পরিবারের সংবাদ সম্মেলন। - সিরাজগঞ্জ টাইমস

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রামবাড়ি মহল্লায় বিএনপি নেতা আজমীর হোসেন বিপুল হত্যার এক মাস পার হলেও মূল আসামিদের গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার স্বজনরা। বুধবার (২১ মে) বিকেলে নিহতের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানান তারা ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিহত বিপুলের বড় ভাই আলহাজ্ব নুরুজ্জামান। তিনি বলেন, “গেল ১৮ এপ্রিল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রামবাড়ি মহল্লার ইয়াবা ব্যবসায়ী শহিদুলের নেতৃত্বে বিপুলকে পিটিয়ে হত্যা করা হয়। এক মাস পেরিয়ে গেলেও শহিদুলসহ মূল অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।”

তিনি জানান, মামলার পাঁচ আসামি—আরাফাত, মফিজ, কাওসার, রুবেল ও রিপন উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে এসে পুনরায় হুমকি দিচ্ছে পরিবারকে। এতে পুরো পরিবার আতঙ্কে রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে নিহত বিপুলের স্ত্রী আমেনা খাতুন, মেয়ে বিপাশা ও পিয়াসা, এবং ছেলে আরমান আলীও বক্তব্য দেন। তারা বলেন, “আমরা বিচার চাই। কিন্তু বিচার চাওয়াটাই এখন আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

উল্লেখ্য, গেল ১৮ এপ্রিল স্থানীয় সন্ত্রাসীরা বিএনপি নেতা আজমীর হোসেন বিপুলকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। পরদিন (১৯ এপ্রিল) নিহতের বড় ভাই হাজী নুরুজ্জামান বাদী হয়ে শহিদুলকে প্রধান আসামি করে ২৬ জনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, “তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামিদেরও খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে।”

এদিকে, ২২ এপ্রিল বিপুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

সিরাজগঞ্জ টাইমস/এনকেআর/সিই