পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান রুহুল আলম সিদ্দিকী – Sirajganj Times

পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান রুহুল আলম সিদ্দিকী

রুহুল আলম সিদ্দিকী, পররাষ্ট্র সচিব (ভারপ্রাপ্ত)। - ছবি: সিরাজগঞ্জ টাইমস

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামের কৃতি সন্তান রুহুল আলম সিদ্দিকী পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে তাকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আদেশ অনুযায়ী, শুক্রবার থেকেই তিনি দায়িত্ব পালন শুরু করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, “মো. জসীম উদ্দিন, পররাষ্ট্র সচিবের দায়িত্ব ত্যাগের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন।”

রুহুল আলম সিদ্দিকী বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার, পর্তুগালে রাষ্ট্রদূত, এবং বার্লিন, নয়াদিল্লি, করাচি ও সিঙ্গাপুরে বাংলাদেশের কূটনৈতিক মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতার অধিকারী রুহুল আলম সিদ্দিকী পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তার পেশাগত সততা, দক্ষতা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে অবদানের জন্য তিনি প্রশাসন ও কূটনৈতিক মহলে প্রশংসিত। ২০২৬ সালের ডিসেম্বর মাসে তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, রুহুল আলম সিদ্দিকীর এই অর্জনে তার নিজ এলাকা সিরাজগঞ্জসহ উল্লাপাড়ার সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দিত করেছেন।

সিরাজগঞ্জ টাইমস/সিই