সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি ইটভাটা থেকে ছড়িয়ে পড়া আগুনে প্রায় ২০০ বিঘা জমির কাঁচা ও পাকা ধান পুড়ে গেছে। এতে শতাধিক কৃষক প্রায় ১০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছে কৃষি বিভাগ। ভাটার দানবীয় তাপ ও ছাইয়ে ফসলের মাঠে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন, মুহূর্তেই শেষ হয়ে যায় কৃষকদের সোনালী স্বপ্ন।
উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরপপুর গ্রামে এই ঘটনা ঘটে। কৃষকরা জানান, স্থানীয় ‘এজিএন’ ইটভাটার চিমনি খুলে দেওয়ায় আগুনের তাপ ও ছাই ধানক্ষেতে গিয়ে পড়ে। এতে শুধু ধান নয়, গবাদিপশুর ঘাসও পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে অধিকাংশই কৃষিকাজ নির্ভর পরিবার। সব হারিয়ে তারা এখন দিশেহারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদিন আগেও যেসব জমিতে সবুজ ধান ও কচি শিষে ভরে ছিল, এখন সেগুলো পড়ে আছে কালো ছাই হয়ে। চোখের পানি ফেলেও আর কিছু রক্ষা করতে পারছেন না কৃষকরা।
ঘটনার প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান ভুক্তভোগীরা। এ সময় তারা ‘এজিএন’ ইটভাটা মালিকের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে লিখিত অভিযোগ জমা দেন।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, “ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দোষী প্রমাণিত হলে ইটভাটা মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে অভিযোগের বিষয়ে জানতে ‘এজিএন’ ইটভাটার মালিক মনি হাজীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় কৃষকদের অভিযোগ, এটাই প্রথম নয়—গত বছরও একই ভাটার আগুনে ফসল পুড়েছিল। তখন কৃষকদের দাবির মুখে ক্ষতিপূরণ দিতে বাধ্য হন ইটভাটা মালিক।
সিরাজগঞ্জ টাইমস/এনকেআর/সিই







