চৌহালীতে খামারিকে হত্যার পর গরু লুট: শফি ডাকাত গ্রেফতার – Sirajganj Times

চৌহালীতে খামারিকে হত্যার পর গরু লুট: শফি ডাকাত গ্রেফতার

শফিকুল ইসলাম ওরফে শফি ডাকাত। - ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দুর্গম যমুনা চরাঞ্চলে খামারি তারা মিয়াকে (৬৫) শ্বাসরোধে হত্যা করে তিনটি গরু লুটের ঘটনায় শফিকুল ইসলাম ওরফে শফি ডাকাত (৬৫) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) রাতে টাঙ্গাইল জেলার এক প্রত্যন্ত চরাঞ্চলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে চৌহালী থানার ওসি আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে বলেন, শফিকুল আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। সে সিরাজগঞ্জ সদর উপজেলার বড় কয়ড়া গ্রামের মৃত জামালের ছেলে।

ওসি বারিক জানান, গত ২০ মে গভীর রাতে চৌহালীর ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া চরে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। সেদিন রাত সাড়ে ১২টার দিকে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল খামারি তারা মিয়ার অস্থায়ী খামারে হামলা চালায়। প্রথমে তারা মিয়ার নাতি ইব্রাহিম খলিলকে (১৮) বস্তায় ঢুকিয়ে মুখ বেঁধে আটকে রাখে। এরপর তারা মিয়ার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে তিনটি গরু লুটে নিয়ে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে টাঙ্গাইলের একটি চরে অভিযান চালিয়ে শফি ডাকাতকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতিসহ মোট ৭টি মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ডের আবেদন করা হবে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, একের পর এক ডাকাতির ঘটনায় চরাঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চরাঞ্চলে ডাকাতদল সক্রিয় থাকলেও প্রশাসনের নজরদারি কম। ফলে এমন ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হতে হলো তারা মিয়াকে। এলাকাবাসী দ্রুত ডাকাতদের শিকড় উপড়ে ফেলার আহ্বান জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে লুট হওয়া গরুগুলো উদ্ধারে অভিযান চলছে। এছাড়া ঘটনার পেছনে আরও কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।