ঈদে মাইলফলক শাহজাদপুরে ‘জাম্বু’ (ভিডিও) – Sirajganj Times

ঈদে মাইলফলক শাহজাদপুরে ‘জাম্বু’ (ভিডিও)

সিরাজগঞ্জের শাহজাদপুরে কোরবানির ঈদকে ঘিরে হাটে-ঘাটে সাড়া ফেলে দিয়েছে ‘জাম্বু’ নামের এক বিশাল আকৃতির ষাড়। মেহেদী এগ্রো খামারে লালন-পালন করা কালো রঙের এই ষাড়টির উচ্চতা ৬ ফুট, দৈর্ঘ্য সাড়ে ৯ ফুট এবং ওজন প্রায় এক হাজার ১৫০ কেজি।

খামার সূত্রে জানা গেছে, আমেরিকান ব্রাহামা ও জার্সি প্রজাতির সংমিশ্রণে জাম্বুকে প্রায় এক বছর ধরে দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করা হয়েছে। এর প্রতিদিনের খাবারের তালিকায় থাকে এক মন কাঁচা ঘাস, দুপুরে খড় এবং রাতে দানাদার খাবার। জাম্বুর বিশাল আকৃতি ও স্বাস্থ্য রক্ষায় দুজন অভিজ্ঞ রাখাল সার্বক্ষণিক নিয়োজিত আছেন।

ষাড়টিকে এক নজর দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন উৎসুক মানুষ। অনেকে পরিবার-পরিজন নিয়ে ছবি তুলতে ভিড় করছেন খামারে। খামারের মালিক মো. মেহেদী জানান, জাম্বুকে সুন্দরভাবে লালন-পালন ও পরিবেশন করতে বিশাল শ্রম ও অর্থ ব্যয় হয়েছে। তার আশা, এবারের ঈদ হাটে জাম্বু যদি ন্যায্য দাম পায়, তবে তাদের এই শ্রম সার্থক হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বেলাল হোসেন বলেন, জাম্বুর মতো উন্নত জাতের ষাড় শুধু ঈদ হাটেই নয়, দেশের গবাদি পশু খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। এতে স্থানীয় খামারিরা অনুপ্রাণিত হয়ে আরও উন্নত জাতের পশু পালন এবং রপ্তানির দিকে আগ্রহী হবেন।

এদিকে জাম্বুর দাম হাঁকা হচ্ছে ১৬ লাখ টাকা। সম্ভাব্য ক্রেতাদের নজর কাড়ছে তার রাজকীয় হাবভাব, স্বাস্থ্য ও আকর্ষণীয় রঙ-রূপ। ক্রেতার হাতছানি পেলে এবারের ঈদে শাহজাদপুরে নতুন ইতিহাস গড়তে পারে জাম্বু। আর যদি মেলে কাঙ্ক্ষিত দাম, তবে এ অঞ্চলের খামারিরা আরও বড় পরিসরে উন্নত জাতের পশু পালনে এগিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা সবার।

সিরাজগঞ্জ টাইমস/এনকেআর/সিই