চৌহালীতে সেতু ভেঙে পড়ায় ভোগান্তিতে ২০ হাজার মানুষ (ভিডিও) – Sirajganj Times

চৌহালীতে সেতু ভেঙে পড়ায় ভোগান্তিতে ২০ হাজার মানুষ (ভিডিও)

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রেহাইপুখুরিয়া উত্তরপাড়া ভাঙায় কাঠের তৈরি সেতুটি ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে তিনটি ইউনিয়নের অন্তত ২০ হাজার মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে স্থানীয়রা বাধ্য হয়ে পাশের আবাদি জমির আইল দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।

ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর মধ্যে রয়েছে রেহাইপুখুরিয়া, চরনাকালিয়া, বিনানই, চরসলিমাবাদ, চৌবাড়িয়া, ভূতেরমোড়, কানারমোড়, দেওয়ানগঞ্জ, সম্ভুদিয়া, হাটাইল, খাসপুখুরিয়া, মিটুয়ানি, বিরবাউনিয়া এবং ওমারপুর ইউনিয়নের পয়লা গ্রাম। এসব এলাকার অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থী প্রতিদিন স্কুল-কলেজে যেতে জীবনের ঝুঁকি নিচ্ছে।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এখানে একটি কংক্রিট সেতু নির্মাণের। তাদের অভিযোগ, দাবি বারবার জানানো হলেও এখন পর্যন্ত তা পূরণ হয়নি। ফলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নেয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মুমূর্ষু রোগী পরিবহন, কৃষিপণ্য এবং ব্যবসায়িক মালামাল পরিবহনকারীরা।

স্থানীয় ব্যবসায়ী ও কৃষকরা বলেন, কাঠের সেতু দিয়ে ভারী মালামাল ও যানবাহন চলতে পারে না। মাঠ থেকে ধান, পাট, গম, সরিষা সবই মাথায় করে আনা লাগে। মুমূর্ষু রোগীকে ভ্যান বা কাঁধে করে পার করতে হয়। তাই দ্রুত কংক্রিট সেতু নির্মাণ করা দরকার।

আরপিএন শহীদ শাহজান কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা প্রতিদিন চরম বিপদে পড়ে স্কুলে আসে। জরুরি ভিত্তিতে কংক্রিট সেতু নির্মাণ না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান জানান, এ রাস্তায় প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। তিন বছর আগে পরিষদ থেকে একটি কাঠের সেতু তৈরি করা হয়েছিল, যা পুরনো হয়ে এখন ভেঙে পড়েছে। বর্ষার আগে সাময়িকভাবে নতুন কাঠের সেতু তৈরি করা হবে। তবে এলাকাবাসীর জন্য একটি স্থায়ী কংক্রিট সেতু অত্যন্ত প্রয়োজন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নাবিল আহমেদ বলেন, রেহাইপুখুরিয়া উত্তরপাড়া ভাঙা স্থানে সেতু নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ উপজেলা সড়ক প্রকল্প ও সাপোর্টিং রুলার ব্রিজ প্রকল্পের আওতায় প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু হবে।

এদিকে সেতুর অভাবে ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলনের হুমকি দিয়েছে। তাদের দাবি, বছরের পর বছর অবহেলায় পড়ে না থেকে উন্নয়নের ছোঁয়া পাক যমুনাপারের এই চরাঞ্চলও।

সিরাজগঞ্জ টাইমস/আইএইচএ/সিই